জামিয়া পরিচিতি

রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র দৃষ্টিনন্দন এলাকা হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট, ডি ব্লক, ২ নং রোডে অবস্থিত ঐতিহাসিক আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম । মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর সুযোগ্য খলিফা মুফতি শফিকুল ইসলাম দাঃ বাঃ এর হাতেগড়া ছাত্র মুফতি মাহফুজুর রহমান দাঃ বাঃ এক ঝাঁক তরুণ সাহসী দ্বীনের জন্য নিবেদিত প্রাণ তরুণ আলেমদেরকে নিয়ে শত বাঁধার প্রাচীর পেরিয়ে দ্বীন দরদী কিছু ভাই বোনদের সহযোগিতা আর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন “আল- জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম”। হিফজ বিভাগ দিয়ে মাদরাসার কার্যক্রম শুরু করে মাত্র তিন বছরের ব্যবধানে মেশকাত জামাত পর্যন্ত কিতাব বিভাগ খোলা হয় । তবে এখনো পর্যন্ত একটি অস্থায়ী ভাড়া বাড়িতে জামিয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে ।

জামিয়ার শিক্ষা সফলতা

প্রতিষ্ঠালগ্ন থেকে লেখা-পড়া ও তালিম তরবিয়তের দিক দিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তাই অতি অল্প সময়ের ব্যবধানে জামিয়ার সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পরেছে সারা দেশে । সার্বিক দিক বিবেচনায় ইতি মধ্যেই এ প্রতিষ্টানটি সারা দেশের ওলামায়ে কেরাম ও দ্বীনদার ভাই বোনদের কাছে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে । পাশাপাশি এ প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরামদের নিরলস প্রচেষ্টা ও নিবির তত্বাবধানে শিক্ষার্থীরা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধিনে অনুষ্টিত কেন্দ্রীয় পরীক্ষায় সকল জামাতের ছাত্ররা কাংখিত সফলতা অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে ।

জামিয়ার শিক্ষাধারা

কাসেমুল উলূম মাদরাসাটি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপরিতে ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । যার পরিকল্পনা সুদূর প্রসারি । বর্তমানে শিশু শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত চালু রয়েছে। পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস, ইফতা, তাফসীর, উলূমুল হাদীস, ইসলামি ইতিহাস, আরবী ও বাংলা সাহিত্য এবং বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে যোগ্যতাসম্পন্ন যুগোপযোগী বিচক্ষণ আলেম জাতিকে উপহার দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । দ্বীনের প্রতিটি শাখায় যেন জামিয়ার ফারেগীনরা খেদমত করতে পারে তার জন্য সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে কুরআন, হাদীস, ফিকাহ, তাফসীর, উসূল, আকায়িদ, আরবী বাংলা সাহিত্য,নাহু, সরফ, বালাগাত এবং বাংলা, অংক, ইংরেজী, ইতিহাস,ভূগোল প্রয়োজন অনুপাতে শিক্ষা দেয়া হয়। শিক্ষা জীবন শেষ করে কুরআন হাদীসের এই বাণীগুলো মানুষের কাছে যেন সাবলিল ভাষায় সুন্দর উপস্থাপনার মাধ্যমে পৌছাতে পারে তার জন্য বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা ও রয়েছে । সব মিলিয়ে আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম এক অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।