মুহতামিমের পরিচিতি

নাম ও ঠিকানা

নাম: মাহফুজুর রহমান
পিতা: আলহাজ্ব কাফিলুদ্দিন মোড়ল
গ্রাম: চুপাইর দক্ষিণ পাড়া
পোঃ কলাপাটুয়া
উপজেলা: কালীগঞ্জ
জেলা: গাজীপুর।

জন্ম
৩১ ডিসেম্বর ১৯৮১ সনে রোজ বুধবার গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

লেখা পড়া
মা-বাবার ইচ্ছা ছিলো, ছেলে আলেম হয়ে দ্বীনের খেদমত করবে। তাই ১৯৯২ সনে ছৈলাদী দারুল উলূম সিদ্দিকিয়া গাফ্ফারিয়া মাদরাসায় ভর্তি করেন। নূরাণী থেকে শুরু করে খুব অল্প সময়ে কুরআনে কারীম হিফজ সম্পন্ন করেন। তারপর ১৯৯৬ থেকে ১৯৯৯ সন পর্যন্ত জামিয়া শারইয়্যাহ মালিবাগে হেদায়েতুন্নাহু জামাত পর্যন্ত পড়েন। মালিবাগ জামিয়ার তৎকালনি ছাত্রদের সবচেয়ে জনপ্রিয় উস্তাদ, মুফতি মাহমুদ হাসান গাংগুহী রহঃ এর সুযোগ্য খলিফা মুফতি শফিকুল ইসলাম (দাঃ বাঃ)  তখন প্রতিষ্ঠা করেন জামিয়াতু ইবরাহীম। ইলম অর্জনের পাশাপাশি আমলি পরিবেশের সন্ধানে এবং আল্লাহ ওয়ালাদের সোহবত পেতে ২০০০ সনে চলে আসেন জামিয়াতু ইবরাহীমে । কাফিয়া থেকে শুরু করে ২০০৪/৫ সনে দাওরা এবং ২০০৫/৬ সনে ইফতাসহ সকল পড়া-শুনা জামিয়াতু ইবরাহীমেই সমাপ্ত করেন।

খেদমত
ফারাগাতের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত দারুস্সুন্নাহ মহিলা মাদরাসা মধ্য বাড্ডা,মোহাম্মদিয়া দারুল উলূম মাদরাসা, ওয়াপদা রোড, রামপুরা এবং আল জামিয়াতুল ইসলামিয়া শায়খ যাকারিয়া রহঃ ঊলন রোড, রামপুরাতে সিনিয়র মুহাদ্দিস হিসাবে সুনামের সাথে খেদমত করেন। পাশাপাশি হাতিরঝিল সংলগ্ন মহানগর বাইতুন নূর জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছেন। 

বর্তমানে, কাসেমুল উলূমের পাশাপাশি গাজীপুর কালীগঞ্জ ছৈলাদী দারুল উলূম সিদ্দিকিয়া গাফ্ফারিয়া মাদরাসা, ছৈলাদী রশিদা আক্তার মহিলা মাদরাসা এবং কালিয়াকৈর ফুলবারিয়া ইউনিয়নের মজিদ চালায় অবস্থিত কম্পাস ফাউন্ডেশন পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম খতিম ওলামা পরিষদের সাধাণ সম্পাদক এবং কালগিঞ্জ কওমী ওলামা পরষিদের একজন দায়িত্বশীল হিসাবে কাজ করছেন।

আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম প্রতিষ্ঠা
শায়খ যাকারিয়ায় খেদমত কালে উস্তাদ ও বন্ধু ওলামায়ে কেরামের পরামর্শে ২০১৫ সালে দ্বীনি কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে বিশেষ করে বন্ধুবর আলেমে দ্বীন শায়েখ আব্দুল্লাহ আল মামুন (দাঃ বাঃ) এবং হাফেজ মাওলান ওমর ফারুক (দাঃ বাঃ) কে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম। বর্তমানে মেশকাত পর্যন্ত জামাত চালু আছে । আল্লাহর মেহেরবানী আর আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আগামি ২০২১/২০২২ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস ও ইফতা খোলা হবে ।