মুহতারাম,

আস্সালামু আইকুম অরহমাতুল্লাহ

বাদ সালাম আরয এই যে, ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরা  মহানগর প্রজেক্ট ২নং রোড ১৪ নং হাউজে অবস্থিত “কাসেমুল উলূম মাদরাসা ও এতিমখানা” এটি একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একদল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোন ও আলেম ওলামার চিন্তার ফসল এ প্রতিষ্ঠান । ফেতনা ফাসাদের এ যুগে ইমান আমল হেফাজতের জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একান্ত প্রয়োজন । তাই দ্বীন-দরদী বিজ্ঞজন ও আলেম-ওলামার রোনাজারী ও অকøান্ত পরিশ্রমের বদৌলতে মহান রাব্বুল আলামীন এই প্রতিষ্ঠানটি শুরু করার তাওফিক দান করেছেন। আল্লাহ তায়ালার অশেষ মেহরেবানীতে অত্র প্রতিষ্ঠানে মকতব বিভাগ, হিফজ বিভাগ, ও মেশকাত পর্যন্ত কিতাব বিভাগ চালু রয়েছে।( আলহামদুলিল্লাহ )

 

প্রিয় দ্বীন-দরদী ভাই ও বোনেরা!

আপনারা জানেন যে, এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো নিষ্ঠাবান, খোদাভীরু, শিক্ষানুরাগী মুসলমান ভাই-বোনদের সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিকল্পনা সুবিশাল।  তাই প্রতিষ্ঠানের বিশাল পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাতকে সম্পসারিত করার জন্য আপনাদের খেদমতে বিশেষভাবে অনুরোধ করছি।

 

উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানে এতিম-গরীব মেধাবি ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার জন্য লিল্লাহ ফান্ড এর ব্যবস্থা রয়েছে। এতে প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। লিল্লাহ ফান্ডে যাকাত-ফেতরা,সদকা, মান্ত, কাফ্ফারা ইত্যাদি ব্যয় করা যায়। সদকায়ে জারিয়ার নিয়তে  মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর গরীব-এতিম ও মেধাবি ছাত্রদেরকে যাকাত-ফেতরা, সদকা, মান্নত, কাফ্ফারা দান করা সর্বোত্তম পন্থা। এতে তিনটি লাভ হয়। ১. ইলমে দ্বীন প্রসারে সহযোগিতা। ২. গরীবকে দান করার সাওয়াব। ৩. দ্বীনদার লোককে সাহায্য করার সাওয়াব । 

অতএব, দ্বীনদার , দানবীর ভাই বোনদের দানের সুবিধার্থে মাদরাসার ব্যাংক একাউন্ট এবং বিকাশ একাউন্ট দেয়া হল । মাদরাসার ব্যাংক একাউন্ট হলো, আল-আরাফা ইসলামি ব্যাংক, রামপুরা শাখা,“কাসেমুল উলূম মাদরাসা ও এতিমখানা: ১০৫১১২০০১৫৯৬৩

মাদরাসার বিকাশ একাউন্ট, ০১৯১২২৯৩৭৮৯।