কাসেমুল উলূম ছাত্র কাফেলা

জামিয়ার সকল ছাত্রদের সমন্বয়ে গঠিত এবং ছাত্রদের দ্বারা পরিচালিত কাফেলার  নাম “কাসেমুল উলূম ছাত্র কাফেলা” । এই কাফেলার অধীনে রয়েছে সুবিশাল একটি লাইব্রেরী, তাতে বাংলা সাহিত্য এবং ইসলামি ইতিহাস ও আমাদের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে ছাত্ররা যেন জ্ঞান অর্জন করতে পারে তার জন্য রয়েছে গ্রহণ যোগ্য লেখকদের বইয়ের কালেকশন। ছাত্রদের সাধারণ জ্ঞান অর্জনের পাশাপাশি বহুমুখি প্রতিভা অর্জনের লক্ষ্যে  বিভিন্ন মনিষীদের জীবন কাহিনী বাংলা ভাষায় রচিত অনেক পুস্তক রয়েছে। ছাত্র কাফেলার উদ্যোগে “আল কাসেম” নামে বছরে দুটি দেয়লিকা পত্রিকা প্রকাশিত হয়। অসহায়, গরীব ছাত্রদের বিশেষ সহায়তার জন্য ছাত্র কাফেলার অধীনে রয়েছে কাসেমুল উলূম কল্যাণ ফান্ড। যার মাধ্যমে জামিয়ার অসহায়, গরীব ও এতমি ছাত্রদের চিকিৎসা, কিতাবাদি, খাতা কলম, কাপড়-চোপড় ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়। আমাদের একান্ত  প্রত্যাশা, আগামি দিনে কাসেমুল উলূম ছাত্র কাফেলার পক্ষ থেকে প্রয়োজনীয় ইসলামি বিভিন্ন বিষয়ের উপর বই প্রকাশ করা। আল্লাহ যেন আমাদেকে তাওফিক দান করেন আমিন।