
ডোনেট
- প্রতিমাসে থাকা খাওয়া বাবদ ৩১০০ টাকা করে দিয়ে একজন এতিম, গরীব মেধাবী ছাত্রের দায়িত্ব গ্রহণ করুন।
- এতিম, গরীব মেধাবী ছাত্রদের কিতাব ক্রয় বাবদ ডোনেশন করে সদকায়ে জারিয়ার সাওয়াব গ্রহণ করুন।
- জামিয়ার স্থায়ী জায়গা ক্রয়ের প্রক্রিয়া চলছে, অতএব, জমি ক্রয় বাবদ ডোনেশন করুন এবং সাদকায়ে জারিয়ার সাওয়াব গ্রহণ করুন।
- জামিয়ার স্থায়ী মেম্বার হতে কাসেমুল উলূম বদরী কাফেলায় অংশগ্রহণ করুন। মাসিক / বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ন্যূনতম ১০০ টাকা।
- জামিয়ার লিল্লাহ বোর্ডিং এ আপনার যাকাত, ফেতরা, সদকা, মানত, কাফফারা ইত্যাদি খাতে ডোনেশন করুন।
ডোনেট করুন
আপনাদের ডোনেশন বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ
যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা-ও উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদের দান করো, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭১)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে লোক বিধবা ও মিসকিনদের ভরণ-পোষণের ব্যাপারে চেষ্টা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা সে ওই ব্যক্তির মতো, যে দিনে সিয়াম পালন করে ও রাতে (ইবাদতে) দণ্ডায়মান থাকে। (বুখারি: ৬০০৬
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দুর্বল ও অসহায়দের পুনর্বাসনে আমাকে সাহায্য করো। তোমাদের দুর্বল-অসহায়দের কারণেই তোমরা সাহায্য ও রিজিকপ্রাপ্ত হও।’ (আবু দাউদ: ২৫৯৪)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ে এতিমের মাথায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হাত বুলিয়ে দেয়, মাথার যত চুল দিয়ে তার হাতটি অতিক্রম করবে, তার তত সওয়াব অর্জিত হবে..।’ (মুসনাদে আহমদ: ৪৫/২৪৮)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় ।(ইবনে মাজাহ: ৩৬৭৯)
এতিমকে খাওয়ানো এক নারী সম্পর্কে রাসুল (স.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ এ কাজের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন অথবা তাকে এ কারণেই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।’ (মুসলিম: ২৬৩০)
ইবনে আব্বাস (রা.) ইবনে জুবাইর (রা.)-কে অবহিত করতে বলেন, আমি নবী (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তৃপ্তি সহকারে আহার করে সে মুমিন নয়। (আদাবুল মুফরাদ: ১১১)

আল-আরাফাহ ইসলামি ব্যাংক, রামপুরা শাখা, কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা।
একাউন্ট নং: 1051120015963

01912 - 293789

01912-293789- 4
