ভর্তি তথ্য

জামিয়ার ভর্তি কার্যক্রম প্রতি বছর পহেলা রমজান থেকে ১৫শে শাওয়াল পর্যন্ত চলবে। নূরাণী বিভাগের ছাত্রদের জন্য ভর্তি ফরম ১০০ টাকা এবং ভর্তি ফি বাবদ ২০০০ টাকা।
নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের ছাত্রদের জন্য ভর্তি ফরম ১০০ টাকা এবং ভর্তি ফি ৩৫০০ টাকা।

বিঃদ্রঃ নূরাণী থেকে মেশকাত পর্যন্ত আপাতত ভর্তি চলছে। ইনশাআল্লাহ আগামী বছর দাওরায়ে হাদীস খোলা হবে।

সকল বিভাগের ছাত্রদের মাসিক বেতন ২০০০ টাকা। তবে এতিম, গরীব মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা রয়েছে।

আবাসিক ছাত্রদের থাকা খাওয়া বাবদ প্রতিমাসে ৩০০০ টাকা।

তবে হ্যাঁ, যে কোন বিভাগে গরীব, এতিম, অসহায় মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়া ও বেতন ফ্রি কিংবা হাফ-ফ্রি ব্যবস্থাও রয়েছে। বেতন ও খোরাকীর টাকা প্রতি ইংরেজী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

১ম ও ২য় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা ছাড়াও প্রতি মাসে পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

বিঃদ্রঃ বেফাকভুক্ত ক্লাসগুলোর পরীক্ষা বোর্ডের অধীনেই হয়ে থাকে।