আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, পশ্চিম রামপুরা, মহানগর প্রজেক্ট, ডি ব্লক, ২ নং রোডে অবস্থিত, আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম । ১৮ জুন পহেলা রমজান ২০১৫ ইং মুতাবেক ১৪৩৬ হিজরীতে প্রতিষ্ঠিত হয়েছে‌। মক্তব ও হিফজ বিভাগ থেকে শুরু করে মেশকাত জামায়াত পর্যন্ত সকল বিভাগের শিক্ষা কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত দেড়শতাধিক ছেলে এ প্রতিষ্ঠান থেকে কুরআনের হাফেজ হয়ে বের হয়েছে। বর্তমানে প্রায় দুই শত ছাত্র রয়েছে। তন্মধ্যে ৩০ জন এতিম আর বাকী প্রায় সকলেই নেহায়েত গরিব‌। এদের থাকা খাওয়া সহ সকল খরচ প্রতিষ্ঠান থেকে বহন করা হয়।

প্রতিষ্ঠানটির স্থায়ী কোন জায়গা না থাকায় ভাড়া বাড়িতেই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে আর এতে করে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে হলে একটি স্থায়ী জায়গার একান্ত প্রয়োজন। আপনারা জেনে খুশি হবেন যে,‌প্রতিষ্ঠানটির স্থায়ীরুপ দেয়ার জন্য মহানগর সংলগ্ন বাগিচারটেক এলাকায় প্রতিষ্ঠানের উপযোগী ১০ কাঠার একটি জমি ক্রয়ের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
রেজিস্ট্রেশন সহ প্রতি কাঠা জমির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা। এক বর্গফুট জমির মূল্য ৭০০০ ( সাত হাজার) টাকা। মাদ্রাসার স্থায়ী জায়গা ক্রয়ে সহযোগিতার হাত বাড়িয়ে সর্বোত্তম সদকায়ে জারিয়ার সাওয়াব হাসিল করুন।
( জমি দাতা আজীবন সদস্য হওয়ার আহবান )

(ক) একজন ছাত্রের থাকা ও পড়ার জন্য জমির পরিমাণ ১৫ বর্গফুট, যার মূল্য ১০৫০০০= ( এক লক্ষ পাঁচ হাজার ) টাকা ।
(খ) এক জায়নামাজ পরিমাণ জমি ৮ বর্গফুট, যার মূল্য ৫৬০০০= ( ছাপ্পান্ন হাজার) টাকা ।
এ পরিমাণ টাকা দিয়ে শরিক হলে তাকে জমিদাতা আজীবন সদস্য হিসেবে গণ্য করে সদস্য সনদ প্রদান করা হবে এবং আজীবন সদস্য রেজিষ্টারে তার নাম লিপিবদ্ধ আকারে স্মরণীয় হয়ে থাকবে।

মহান মালিক আমাদেরকে সদকায়ে জারিয়ার কাজে শরিক হওয়ার তৌফিক দান করুন আমীন।
এছাড়াও আপনি চাইলে ৭০০০=টাকা দিয়ে এক বর্গফুট জমি ক্রয় করে মাদরাসাকে দিতে পারেন কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী শরিক হতে পারেন।
মাদ্রাসার ব্যাংক একাউন্ট:
আল আরাফাহ ইসলামী ব্যাংক, রামপুরা শাখা।
কাসেমুল উলূম মাদরাসা ও এতিমখানা।

একাউন্ট নং: 1051120015963

প্রিমিয়র ব্যাংক লিমিটেড
মহানগর উপশাখা।

একাউন্ট নং 01490413100000215

এছাড়াও পাঠাতে পারেন
বিকাশ, রকেট ও নগদ একাউন্টে
01912293789
সকলের কাছে বিনীত অনুরোধ পোস্টটি শেয়ার করে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেই। আপনিও সাওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
————————————-
আরযগুজার
মুফতি মাহফুজুর রহমান
প্রতিষ্ঠাতা মুহতামিম, অত্র মাদরাসা
খতিব, মহানগর বাইতুন নূর জামে মসজিদ, মহানগর প্রজেক্ট, রামপুরা,ঢাকা
মোবাইলঃ 01912293789